রাজশাহী প্রতিনিধি: রাজশাহীর বাঘা থানা পুলিশের একটি বিশেষ অভিযানে ২ হাজার পিস ইয়াবা ট্যাবলেট (মাদক) সহ স্বামী-স্ত্রী আটক হয়েছে।
২৬ নভেম্বর রাত্রি আনুমানিক ৭.৫০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে সাব ইন্সপেক্টর মোহাম্মদ তৈয়ব আলী ও এ এস আই আব্দুল মালেক সঙ্গীয় ফোর্স নিয়ে বাঘা পৌরসভাধীন নারায়ণপুর বাজার সংলগ্ন ভাড়াবাড়ি থেকে দুই হাজার পিস ইয়াবা ট্যাবলেট সহ তাদের আটক করে।
আটককৃতরা হলেন বাঘা উপজেলার গড়গড়ি ইউনিয়নের খায়েরহাট গ্রামের আলী আজগরে (সাবান মোল্লা) ছেলে ইমতিয়াজ ওরফে রাসেল মোল্লা (২৫) ও ছেলের স্ত্রী শান্তা (২২) , স্বামীঃ ইমতিয়াজ ওরফে রাসেল মোল্লা।
এ বিষয়ে বাঘা থানার অফিসার ইনচার্জ (ওসি) সাজ্জাদ হোসেন বলেন, মাদকসহ আটক কৃতদের বিরুদ্ধে থানায় মাদক মামলা রুজু করা হয়েছে। আসামীদের শনিবার ২৭ নভেম্বর বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে।