রাজশাহী ব্যুরো: খুলনা থেকে নাটোরের কাদিরাবাদ সেনানিবাসের বাংলাদেশ সেনাবাহিনী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়(বাউয়েট)-এ ছেলেকে ভর্তি করতে এসে ট্রেনে কাটা পড়ে প্রাণ গেল হেমায়েত উদ্দিন (৫৫) নামের এক পিতার।
জিআরপি পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার(১লা ডিসেম্বর)দুপুরে লালপুর উপজেলার গোপালপুর আজিম নগর রেলওয়ে স্টেশনে রেল লাইন পারাপারের সময় দ্রুতযান এক্সপ্রেস ট্রেনের চাকায় পৃষ্ট হয়ে ঘটনাস্থলে হেমায়েত উদ্দিনের মৃত্যু হয়।
নিহতের বাড়ী খুলনা শহরের বাগমারা এলাকায় বলে জানা গেছে।
নিহত হেমায়েত উদ্দিন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ৮০ দশকের ছাত্রনেতা বঙ্গবন্ধু প্রেমীক ও খুলনা যুব উন্নয়ন অধিদপ্তরের প্রাক্তন সহকারী পরিচালক ছিলেন।
এছাড়া নাটোরের লালপুর বাগাতিপাড়া আসনের সাবেক এমপি আবুল কালাম আজাদের ঘনিষ্ঠ বন্ধুও ছিলেন।