রাজশাহী ব্যুরো: নাটোর সদর উপজেলার একডালা এলাকায় অভিযান চালিয়ে অপহৃত এক স্কুল ছাত্রীকে উদ্ধার করেছে র্যাব। এ সময় আটক করা হয়েছে অপহরনকারী অনিক হোসেনকে।
শনিবার(৪ঠা ডিসেম্বর)দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় র্যাব।
র্যাব-৫,নাটোর সিপিসি-২ ক্যাম্পের উপ অধিনায়ক সহকারি পুলিশ সুপার রফিকুল ইসলাম জানান,গত ২রা ডিসেম্বর নাটোর সদর উপজেলার লোচনগড় গ্রাম থেকে দাদার বাড়ি হতে অপহরণ করা হয়েছিল অষ্টম শ্রেনীর ওই ছাত্রীকে।পরিবারের অভিযোগের প্রেক্ষিতে র্যাব সদস্যরা অভিযান চালিয়ে শুক্রবার দিবাগত ভোর রাতে একই উপজেলার একডালা থেকে অপহৃত স্কুল ছাত্রীকে উদ্ধার করে এবং অপহরণকারী অনিককে আটক করে। অপহরণকারী অনিক নাটোর সদর উপজেলার একডালা এলাকার খলিলুর রহমানের ছেলে।
অপহরণকারীকে আটকের পর এ ঘটনায় ওই ছাত্রীর পিতা বাদী হয়ে নাটোর সদর থানায় মামলা দায়ের করে।