রাজশাহী ব্যুরো: নাটোরের তেবাড়িয়া রেলগেটে ট্রেন ও ট্রাকের ধাক্কায় ট্রাক ভেঙ্গে তছনছ হয়ে গেছে। ঘটনার ৬ঘন্টা পর উত্তরাঞ্চলের সাথে সারা দেশের ট্রেন যোগাযোগ শুরু হয়েছে। তবে এ ঘটনায় কোন হতাহতের ঘটনা ঘটেনি।
ফায়ার সার্ভিস ও রেলওয়ে পুলিশ উদ্ধার অভিযান চালিয়ে লাইনের ওপর থেকে দুমরে মুচরে যাওয়া ট্রাককে সরিয়ে ফেলার পর সকাল ৯টার দিকে রেল লাইন সচল করে।
নাটোর স্টেশন মাস্টার অশোক কুমার চক্রবর্তী জানান, ঢাকা থেকে ছেড়ে আসা বিরতিহীন কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনটি সোমরার (৬ ডিসেম্বর) রাত সাড়ে ৩টার দিকে নাটোর শহরের তেবাড়িয়া রেলগেট অতিক্রম করছিল। এ সময় একটি মিনি ট্রাক গেট পারাপার হওয়ার চেষ্টা করলে ট্রেন লাইনের ওপর ট্রাকটি বিকল হয়ে যায়। এ সময় ট্রেনটি ওই ট্রাককে ধাক্কা দিয়ে প্রায় ৫শত গজ দূরে নিয়ে যায়।
এর পর থেকে বন্ধ হয়ে যায় উত্তরাঞ্চলের সাথে সারা দেশের ট্রেন যোগাযোগ। এতে করে নাটোর স্টেশন সহ বিভিন্ন স্টেশনে আটকা পড়ে অন্তত ৫টি আন্তঃনগর ট্রেন। পরে ফায়ার সার্ভিস ও রেলওয়ে পুলিশ দীর্ঘ চেষ্টার পর সকাল ৯টার দিকে রেল লাইন সচল হয়।