রাজশাহী ব্যুরো: রাজশাহীর বাঘায় ইসলামী ব্যাংকের ৩৮৩ তম শাখা উদ্বোধন করা হয়েছে। সোমবার (৭ডিসেম্বর ২০২১) সকাল ১১টায় নতুন এ শাখার শুভ উদ্বোধন করা হয়। উক্ত অনুষ্ঠানে সিনিয়র এক্সিকিউটিভ ভাইচ প্রেসিডেন্ট মাহাবুবুল আলম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড এর অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর ওমর ফারুক খান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর আবু রেজা মোঃ ইয়াহিয়া, বাঘা উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাডঃ লায়েব উদ্দিন লাভলু, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক শিক্ষক আশরাফুল ইসলাম বাবুল, বাঘা পৌর মেয়র আব্দুর রাজ্জাক, উপজেলা আ’লীগ যুম্গ সাধারণ সম্পাদক অধ্যক্ষ নসিম উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম মন্টু, উপজেলা পরিষদের সংরক্ষিত নারী ভাইচ চেয়ারম্যান রিজিয়া আজিজ সরকার, বাঘা পৌর আ’লীগের সাবেক সাধারন সম্পাদক কামাল হোসেন, বাঘা থানা অফিসার ইনচার্জ (ওসি) সাজ্জাদ হোসেন, উপজেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম চাঁদ, বাঘা বাজার কমিটির সভাপতি শহীদুল ইসলাম, সাধারন সম্পাদক কামাল হোসেন, মিজানুর রহমান মিজি, উক্ত শাখা ব্যবস্থাপক মোয়াজ্জেম হোসেন, প্রধান শিক্ষক বাবুল ইসলামসহ বিভিন্ন শ্রেণী-পেশার ব্যবসায়ীগণ।