রাজশাহী প্রতিনিধি: আসন্ন ২৬ ডিসেম্বর ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে রাজশাহীর বাঘা উপজেলার ৫নং বাউসা ইউনিয়নে বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত নৌকা প্রতীক এর চেয়ারম্যান প্রার্থী
শফিকুর রহমান শফিক পথসভা করেছেন।
শনিবার (১১ ডিসেম্বর) সকাল ১০ টা থেকে শুরু করে রাত্রি পর্যন্ত অত্র ইউনিয়নের আড়পাড়া, হরিনা, বাউসা, খাগড়বাড়ীয়া, দিঘা, ফতেপুর , ধন্দ, অমরপুর ,পীরগাছা, তেথুলিয়া সহ বিভিন্ন স্থানে এ পথসভা করেন তিনি।
পথসভায় চেয়ারম্যান প্রার্থী শফিকুর রহমান শফিক বলেন, আমরা কেউই ভুল – ত্রুটিহীন নই। গত পাঁচটি বছরে আমার সর্বোচ্চ দিয়ে আপনাদের সেবা করার চেষ্টা করেছি। কিছু ক্ষেত্রে হয়তো মনের অজান্তেই আপনাদের কষ্ট দিয়ে ফেলেছি, আপনারা সবাই আমাকে ক্ষমা করবেন। আমার উপর রাগ বা অভিমান করে আপনারা নৌকা প্রতীককে অসম্মানিত করবেন না এইটা আমার অনুরোধ। কারণ স্বাধীনতার প্রতীক, বঙ্গবন্ধুর প্রতীক, বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার প্রতীক, আলহাজ্ব মোঃ শাহরিয়ার আলম এমপির প্রতীক নৌকা।
তিনি আরো বলেন, বাউসা ইউনিয়নে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আপনারা সবাই ২৬ ডিসেম্বর নৌকা প্রতীকে ভোট দিয়ে আমাকে বিজয়ী করবেন। আমি আপনাদের পাশে ছিলাম, আছি থাকবো ইনশাআল্লাহ।
সারাদেশ ব্যাপী প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা তথা বাংলাদেশ আওয়ামীলীগ সরকারের বিভিন্ন উন্নয়ন চিত্র সহ পররাষ্ট্র প্রতিমন্ত্রী আলহাজ্ব মোঃ শাহরিয়ার আলমের চারঘাট-বাঘা এলাকার ব্যাপক উন্নয়ন মূলক কর্মকাণ্ডের কথা তুলে ধরে এ পথসভায় উপস্থিত নেতৃবৃন্দ নৌকা প্রতীকে ভোট চান।
বাউসা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম জাহিদের সভাপতিত্বে পথসভায় উপস্থিত ছিলেন, পররাষ্ট্র প্রতিমন্ত্রী আলহাজ্ব মোঃ শাহরিয়ার আলম এমপির ছোট ভাই বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক সাইফুল আলম বাদল, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম বাবুল, যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম মুন্টু, মজিবুর রহমান, সাংগঠনিক সম্পাদক ওহায়েদ সাদিক কবির, মুঞ্জুরুল হক মনি, সদস্য মাসুদ রানা তিলু, উপজেলা সৈনিক লীগের সভাপতি আনোয়ার হোসেন মিল্টন, বাঘা পৌরসভার প্যানেল মেয়র সাহিনুর রহমান পিন্টু, বাঘা পৌর যুবলীগের সভাপতি শাহিন আলম,সাধারণ সম্পাদক জুবাইদুল হক, বাউসা ইউনিয়ন যুবলীগের সভাপতি সাইদুর রহমান ভুট্টু, উপজেলা ছাত্রলীগের সভাপতি সোহানুর রহমান সোহাগ, সাধারণ সম্পাদক নাজমুল হোসেন,অত্র ইউনিয়ন আওয়ামীলীগ ও অঙ্গ সহোযোগি সংগঠনের নেতা–কর্মী সহ শত শত সাধারণ মানুষ।