রাজশাহী ব্যুরো: বিজয় দিবসের প্রাক্কালে বালিকা শিশু সদনের ৭০জন কন্যা শিশুকে শীতের পোশাক উপহার দিলেন নাটোর জেলার সুযোগ্য জেলা প্রশাসক শামীম আহমেদ। শীতের প্রকোপ বাড়তে থাকায় স্বাধীনতার ৫০ বছর পূর্তির বিজয় দিবসের আগের দিন বুধবার(১৫ ডিসেম্বর)সকালে নাটোর দিঘাপতিয়া বালিকা শিশু সদনে স্ব-শরীরে হাজির হয়ে এই পোশাক উপহার দেন তিনি।
এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব)আশরাফুল ইসলাম,জেলা ত্রাণ ও পূণর্বাসন কর্মকর্তা সালাহ উদ্দিন আল ওয়াদূদ ও শিশু সদনের সাধারণ সম্পাদক সৈয়দ মোস্তাক আলী মুকুল। এদিকে শিশুদের শীতের পোশাক বিতরণের ছবি ডিসি নাটোর আইডিতে ফেসবুকে পোস্টও করেন জেলা প্রশাসক।
ডিসির ফেসবুক আইডিতে এতিম ওই শিশুদের নিজের মেয়ে পরিচয়ে আখ্যা দিয়ে বড় মনের পরিচয় দিয়েছেন তিনি।যার ক্যাপশনে তিনি লিখেন,“বিজয় দিবসের প্রাক্কালে দিঘাপতিয়া শিশু সদনে আমার মেয়েদের জন্য শীতের নতুন পোশাক”।এমন উদ্যোগে ওই পোস্টে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে কমেন্টস করছেন নানা শ্রেণীর পেশার মানুষ।
সৈয়দ মোস্তাক আলী মুকুল বলেন,শীতের শুরুতেই শীত নিবারণের এমন ব্যবস্থাপনা ও ডিসি স্যারের এমন মহতী উদ্যোগ সত্যিই প্রশংসার। উপহার পেয়ে শিশু সদনের মেয়েরা খুবই খুশি হয়েছে।