শিহাবুজ্জামান,বিশেষ প্রতিনিধি: সাতক্ষীরায় গত ২৪ ঘন্টায় ২৯২ জনের শরীরে নমুনা পরীক্ষায় ৬১ জনের করোনা পজেটিভ শনাক্ত হয়েছে।
জেলায় আজ পর্যন্ত মোট করোনা শনাক্ত হয়েছেন ৫ হাজার ২শ ২৭ জন। এদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪ হাজার ২৩ জন। বর্তমানে সাতক্ষীরা জেলায় করোনা পজেটিভ রুগীর সংখ্যা ১ হাজার ১শ ২৩ জন। এখনো পর্যন্ত জেলায় মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ২০ হাজার ৮শ ৭৭ জনের।
নমুনা পরীক্ষার ফলাফল পাওয়া গেছে ২০ হাজার ৬শ ৮০ জনের। এদের মধ্যে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছে ১৮১ জন এদের মধ্যে ১০ জনের করোনা পজেটিভ। অন্যদিকে বেসরকারি হাসপাতালে ৪৯ জনের মধ্যে ৭ জন পজেটিভ। আইসিসিউতে ৮ জন ভর্তি রয়েছে। আর বাকিরা তাদের নিজ নিজ বাড়ি থেকে ডাক্তারের পরামর্শ অনুযায়ী চিকিৎসা নিচ্ছে।
এদিকে গত ২৪ ঘন্টায় করোনা উপসর্গ নিয়ে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ৮ জনের মৃত্যু হয়েছে। এনিয়ে জেলায় মোট করোনা উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা ৫শ ১০জন।
গত ২৪ ঘন্টায় জেলায় করোনায় ১ জনের মৃত্যু হয়েছে। জেলায় করোনায় আক্রান্ত হয়ে মোট মৃত্যু বরণ করেছে ৮৩ জন।
এদিকে,লকডাউন চলছে ঢিলেঢালাভাবে।আইনশৃখংলা বাহিনীর তৎপরতা থাকলেও জেলা শহরের প্রত্যেকটি সড়কে রয়েছে মানুষের চলাচল। হাট বাজার গুলোতেও রয়েছে জনসমাগম। মানা হচ্ছেনা স্বাস্থ্যবিধি। সড়কে জরুরি পণ্যবাহী পরিবহনের পাশাপাশি বেড়েছে ছোট ছোট যান চলাচল। খোলা রয়েছে জরুরি সেবা প্রতিষ্ঠান। বন্ধ রয়েছে সকল প্রকার গণপরিবহন।
জেলা সিভিল সার্জন ডা:হুসাইন শাফায়াত আরো জানান, সাতক্ষীরা সদর হাসপাতালে ও মেডিকেল কলেজ হাসপাতালসহ অন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনার টিকা দেওয়া চলছে।