রাজশাহী প্রতিনিধি: রাজশাহীর পুঠিয়া উপজেলার ৬ নং জিউপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হোসনেয়ারা বেগম ও কম্পিউটার অপারেটর ওয়াসিম এবং ববির বিরুদ্ধে নানা অনিয়ম ও দূর্নীতির অভিযোগ মানববন্ধন করেছে এলাকা বাসি। আজ দুপুর একটার সময় উপজেলার ঝলমলিয়া বাজার সংলগ্ন ঢাকা- রাজশাহী মহাসড়কের ইউনিয়ন পরিষদ কার্যালয়ের প্রধান প্রবেশ দারের সামনে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। মানববন্ধনে আব্দুস সালাম, কামরুল ইসলাম পারভেজ রানা সহ অনেকে বলেন জন্ম নিবন্ধন সংশোধন জনিত কারণে ইউনিয়ন পরিষদে আসলে অতিরিক্ত টাকা আদায় করে এবং ১২০০ টাকা নেয়। তবে টাকা আদায়ের রশিদে ৪৫০ টাকা দেখালে তিনি প্রতিবাদ জানান তখন কম্পিউটার অপারেটর ওয়াসিম ও ববি জানাই চেয়ারম্যানের নির্দেশে অতিরিক্ত অর্থ আদায় করা হচ্ছে। তাছাড়া মানববন্ধনে উপস্থিত হয়ে বক্তারা আরো বলেন জন্ম নিবন্ধন সংশোধন করার জন্য টাকা নিয়ে ঘুড়াচ্ছেন, নানা অনিয়ম দূর্নীতি ও স্বজনপ্রীতির অভিযোগ ও করেন। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে এই অনিয়ম দূর্নীতির সঠিক তদন্তের দাবি জানান এবং চেয়ারম্যানের স্থায়ী বহিষ্কার দাবি করেন বলেন মানববন্ধন অব্যহত থাকবে। তবে সব অভিযোগ অস্বীকার করে চেয়ারম্যান বলেন সব অভিযোগ মিথ্যা বানোয়াট ভিত্তিহীন