রাজশাহী প্রতিনিধি: রাজশাহীর বাঘায় হাতেনাতে ধরা পড়েছে এক মোটরসাইকেল চোর। এ সময় অপর একজন দৌড়ে পালিয়ে যায়।
বৃহষ্প্রতিবার (৬ জানুয়ারি) সকাল ১০ দিকে বাঘা বাজার ফাতেমা ফার্মেসীর সামনে মোটরসাইকেল চুরিকালে স্থানীয় জনগণ তাদের আটক করে গণপিটুনি দেয়। পরে খবর পেয়ে বাঘা থানা পুলিশ ঘটনাস্থল থেকে চোরকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত ছিনতাইকারী হলো-পাশ্ববর্তী চারঘাট উপজেলার নন্দনগাছি পোড়াভিটা গ্রামের আলিফের ছেলে মোরশেদ(৩০)। অপর পলাতক আসামী সোহেল গ্রাম কালিপাড়া নন্দনগাছি, থানা চারঘাট।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, বৃহষ্প্রতিবার (৬ জানুয়ারী) সকালে বাঘা বাজার এলাকায় একদল চোর চকছাতারী গ্রামের মৃত আব্দুল জলিলের ছেলে আমিরুল ইসলামের বাজাজ সিটি 100 cc মোটরসাইকেল চুরি করার সময় জনসাধারণ এবং গাড়ির মালিকের সহায়তায় আটক হয়। এ সময় স্থানীয় জনগণ এক চোরকে আটক করে গনপিটুনি দেয়। পরে পুলিশ খবর পেয়ে চোরকে গ্রেফতার করে।
এ বিষয়ে বাঘা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ হোসেন সাজু জানান, খবর পেয়ে পুলিশ চোরকে গ্রেফতার করে। এদের সাথে আরও যারা জড়িত তাদেরকে আটকের চেষ্টা চলছে। এ ব্যাপারে বাঘা থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।আগামীকাল (৭জানুয়ারী) বিজ্ঞ আদালতের প্রেরণ করা হবে বলে জানান।