আশাশুনি প্রতিনিধি: আশাশুনি উপজেলার কুল্যা ইউনিয়নের আগরদাড়ী রহিমীয়া মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি মনোনীত হয়েছেন কুল্যা ইউনিয়ন পরিষদের চেয়রম্যান প্রার্থী আওয়ামীলীগ নেতা এসএম ওমর ছাকী পলাশ। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, যশোর এর বিদ্যালয় পরিদর্শক ডাঃ বিশ্বাস শাহিন আহম্মদ সোমবার (২৬জুলাই) পিএস-৬৪ স্মারক নম্বরের অনুমতি এবং প্রবিধানমালা, ২০০৯ এর প্রবিধি ৩৯ অনুসারে আগরদাড়ী রহিমীয়া মাধ্যমিক বিদ্যালয়ের ৪ সদস্য বিশিষ্ট এডহক কমিটি অনুমোদন দেন। এতে কুল্যা ইউনিয়ন পরিষদের চেয়রম্যান প্রার্থী আওয়ামীলীগ নেতা এসএম ওমর ছাকী পলাশকে সভাপতি মনোনীত করা হয়। আগামী ৬ মাসের জন্য এ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে বলে উল্লেখিত পত্রে জানাগেছে।