স্টাফ রিপোর্টার: সাতক্ষীরার জেলার কালিগঞ্জে উপজেলায় আকস্মিক ঘূর্ণিঝড়ে প্রায় ২০ /২৫ টি পরিবারের ঘর-বাড়ি লন্ডভন্ড সহ দুই দিনের অতিবর্ষণে ফলে এলাকার নিম্মঅঞ্চল প্লাবিত হয়েছে। ২৭ জুলাই মঙ্গলবার রাত ৯টা দিকে উপজেলার মথুরেশপুর ইউনিয়নের হাড়দ্দাহ গ্রামে ৫ মিনিটের অস্থায়ী প্রচন্ড ঘুর্ণিঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।
পাশ্ববর্তী গ্রামের বাসিন্দা কালিগঞ্জ উপজেলা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক গাজী আব্দুস সবুর আমাদের প্রতিনিধিকে জানায়, মঙ্গলবার সন্ধ্যার সাথে সাথে মুষলধারে বৃষ্টি শুরু হলে রাত ৯টার দিকে ঘূর্ণিঝড় শুরু হয়। সেটি মাত্র ৫ – ৭ মিনিট মাত্র স্থায়ী ছিল। হাড়দ্দাহ গ্রামে আকস্মিক ঝড়ে অনেক কিছু ভেঙে চুরে লন্ডভন্ড করে দিয়েছে । এসময় বিদ্যুৎ লাইনের তাঁর ছিড়ে পড়ে যায়।