বিশেষ প্রতিনিধি: সাতক্ষীরা খুলনা মহাসড়কে পাটকেলঘাটার কুমিরা বাজারে বৃহস্পতিবার (১৯মে) দুপুর তিনটার দিকে সাতক্ষীরা গামি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে বিশ্বাস ভ্যারাইটিজ স্টোরএর দোকানে ঢুকে পড়েছে।
কপোতাক্ষ ব্রিজের সন্নিকটে আয়ল্যান্ডের উপর হঠাত রড বোঝাই ট্রাক সোহরাব উদ্দিন বিশ্বাসের দোকানের মধ্যে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে উঠে যায় দোকানের সামনে রাখা দুইটি মোটরসাইকের একটি দুমড়ে-মুচড়ে গেছে।
প্রতক্ষদর্শীরা বলছে খুলনা গামী একটি প্রাইভেটকার কে বাঁচাতে গিয়ে এ দুর্ঘটনা ঘটেছে কিন্তু কেউ হতাহত হয়নি।