বিশেষ প্রতিনিধি: আশাশুনি উপজেলার বুধহাটা ইউনিয়নের শ্বেতপুর গ্রামে দ্বিতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে আকাশ হোসেন নামে এক কিশোরকে আটক করা হয়েছে। বুধবার (২৭ জুলাই) দুপুর ২.৩০ টার দিকে গ্রামের একটি আম বাগানে এ ঘটনা ঘটে। আটক কিশোর একই গ্রামের তোয়েব আলী সানার ছেলে আকাশ হোসেন (১৮)।
শিশুর মা বলেন, তিনি বেশ কিছু মাছ কুটে ফ্রিজে রাখার জন্য মেয়েকে দিয়ে পার্শ্ববর্তী তার ফুফুর বাড়ি পাঠান। কিছু সময় পরে তিনি খবর পান মেয়ের সাথে আম বাগানে খারাপ ব্যবহার করা হয়েছে। প্রত্যক্ষদর্শী স্থানীয় আনোয়ারা খাতুন জানান, বাড়ির পাশে আম বাগান থেকে শিশুটির চিল্লাচিল্লি শুনে তিনি সেখানে গিয়ে দেখেন ছেলেটি (আকাশ) মেয়ের উপরে ঝাঁপিয়ে পড়ছে। আমি যাওয়ার সাথে সাথে সে পালিয়ে যায়। খবর পেয়ে বুধহাটা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ সিয়াবুল ইসলামের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলের পাশে তল্লাশি চালিয়ে আকাশকে আটক করেন।
বুধহাটা তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোঃ সিয়াবুল ইসলাম জানান, শিশুটিকে ধর্ষণের চেষ্টার অভিযোগ পাওয়ার সাথে সাথে আমরা ঘটনাস্থলে গিয়ে তল্লাশি চালিয়ে আকাশ হোসেনকে গ্রেফতার করেছি। মামলার প্রস্তুতি চলছে।