বিশেষ প্রতিনিধি: তালার পাটকেলঘাটা থানা এলাকায় পুলিশের হাতে কাঁচা গাঁজা গাছ সহ এক গাঁজা চাষি আটক।
পাটকেলঘাটা থানার সরুলিয়া ইউনিয়নের বড় কাশিপুর গ্রামের শেখ আকবর আলী (৩৫) সে ওই গ্রামের মৃত শেখ শাহাবুদ্দিনের ছেলে।
থানা সূত্রে জানা যায় গোপন সংবাদের ভিত্তিতে আকবর আলীর নিজ জমির ঘরের পিছনে চাষ করা তিনটি ৮ ফুট লম্বা গাঁজা গাছের সন্ধানে থানা পুলিশ।
বুধবার ২৭ জুলাই বিকাল সাড়ে ৫টার দিকে অভিযান চালায়। এস আই সোলায়মান কবির সঙ্গীয় ফোর্স এর সহায়তাই গাজা চাষীকে গ্রেপ্তার করে।
এ ঘটনায় পাটকেলঘাটা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
মামলা নাম্বার (১৮) বৃহস্পতিবার ২৮ শে জুলাই গ্রেফতারকৃত আসামীকে জেল হাজতে প্রেরন করা হয়েছে।