বিশেষ প্রতিনিধি: কুমিরা মহিলা ডিগ্রী কলেজের শিক্ষার্থী প্রজ্ঞা হালদার জাতীয় বিশ্ববিদ্যালয়ের সম্মিলিত মেধা তালিকায় স্বরচিত রচনা প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান অর্জন করেছে। আজ ২৩শে আগস্ট বিকাল সাড়ে তিনটায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের আয়োজনে গোপালগঞ্জ শেখ ফজলুল হক মনি মিলনায়তনে মাননীয় শিক্ষামন্ত্রী ড়া দীপু মনি এমপি র হাত থেকে পুরস্কার তুলে নেয় কুমিরা মহিলা কলেজের ছাত্রী প্রজ্ঞা হালদার। শিক্ষামন্ত্রী ডাঃ দিপুমনির সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী জনাব আ ক ম মোজাম্মেল হক এমপি, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় শিক্ষা উপ মন্ত্রী জনাব মহিবুল ইসলাম নওফেল এমপি, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড় মশিউর রহমান, এছাড়া উপস্থিত ছিলেন মাননীয় উপ উপাচার্য জাতীয় বিশ্ববিদ্যালয় , গোপালগঞ্জ জেলা প্রশাসক, গোপালগঞ্জ পুলিশ সুপার, গোপালগঞ্জ জেলা পরিষদ প্রশাসক, গোপালগঞ্জ জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক,ও গোপালগঞ্জ উপজেলা চেয়ারম্যান। উল্লেখ্য ১৫ আগষ্ট জাতির জনক বঙ্গবন্ধুর ৪৭ তম শাহাদত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও রচনা প্রতিযোগিতায় অংশ নিয়ে কুমিরা মহিলা ড্রিগ্রি কলেজের শিক্ষার্থী প্রঞ্জা হালদার জাতীয় বিশ্ববিদ্যালয়ের সম্মিলিত প্রতিযোগিতায় অংশ নিয়ে দ্বিতীয় স্থান অর্জন করেছে, তার এই সাফল্য অর্জন করার কলেজ গভর্নিং বডির সভাপতি আলহাজ্ব ইজ্ঞিনিয়ার শেখ মুজিবুর রহমান তাকে আন্তরিক ভাবে ধন্যবাদ জানিয়েছেন, সেই সাথে তার সাফল্যে ধন্যবাদ জানিয়েছেন গভর্নিং বডির সদস্য ড়া এ টি এম রফিক দাতা সদস্য বাবু বিশ্বজিৎ সাধু,বিদ্যোৎসাহী সদস্য নারায়ন চন্দ্র মজুমদার , অধ্যাপক সাবির হোসেন, আব্দুল ওয়াদুদ, অভিভাবক সদস্য রফিকুল ইসলাম,অধ্যক্ষ শ্যামল ঘোষ, মফিদুল ইসলাম কলেজ অধ্যক্ষ লুৎফুন আরা জামান উপাধ্যক্ষ শেখ সহিদুল ইসলাম, শিক্ষক প্রতিনিধি সহকারী অধ্যাপক ঘোষ স্মমজিৎ কুমার, সহকারী অধ্যাপক আছাদুল হক, সহকারী অধ্যাপক উম্মে সালমা সহ শিক্ষক ও কলেজের শিক্ষার্থী বৃন্দ।