বিশেষ প্রতিনিধি: আজ ১৬ সেপ্টেম্বর বিকাল চার ঘটিকয় ইসলামকাটি যুব সংঘ কর্তৃক আয়োজিত ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
উক্ত খেলায় যে দুটি দল অংশগ্রহণ করেছে তার এক দিকে ছিল সাতক্ষীরা জেলা মহিলা ফুটবল একাদশ এবং অপর দিকে জোর প্রতিদ্বন্দিতা করেছে কুষ্টিয়া জেলা মহিলা ফুটবল একাদশ।
উক্ত খেলায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, “বাবু ঘোষ সনৎ কুমার” চেয়ারম্যান উপজেলা পরিষদ ও সাধারণ সম্পাদক বাংলাদেশ আওয়ামীলীগ তালা উপজেলা শাখা, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন প্রশান্ত কুমার বিশ্বাস, উপজেলা নির্বাহি অফিসার তালা সাতক্ষীরা, সরদার মশিয়ার রহমান, ভাইস চেয়ারম্যান উপজেলা পরিষদ তালা সাতক্ষীরা, মুর্শিদা পারভিন পাপড়ি, মহিলা ভাইস চেয়ারম্যান উপজেলা পরিষদ তালা সাতক্ষীরা, মীর জাকির হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক আওয়ামী লীগ তালা উপজেলা শাখা, আবু জিহাদ ফখরুল আলম খান, অফিসার ইনচার্জ তালা থানা সাতক্ষীরা সহ আরো অনেক গণ্যমান্য ব্যক্তিবর্গ।
উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, সরদার খায়রুল আলম, সভাপতি, ইসলামকাটি যুব সংঘ তালা সাতক্ষীরা।
মরণব্যাধি করোনাভাইরাস সারা পৃথিবীকে যখন থমকে দিয়েছিল মানুষের মাঝে মানুষের দূরত্ব সৃষ্টি করে যখন জনজীবনকে ব্যাহত করেছিল সকল আনন্দ উৎসব যখন বন্ধ হয়ে গিয়েছিল ঠিক তখনই সেই মরণব্যাধিকে জয় করে মানুষের মাঝে আবারো আনন্দ ফিরিয়ে দিতে এবং মানুষের মাঝে মানুষের ভেদাভেদ দূর করে দেওয়ার জন্য ইসলামকাটি যুব সংঘ আয়োজন করেছে এক প্রাণবন্ত ফুটবল টুর্নামেন্ট।
আজ শুক্রবার উক্ত টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয় যার একদিকে প্রতিদ্বন্দ্বিতা করে সাতক্ষীরা জেলা মহিলা ফুটবল একাদশ এবং অপর দিকে তার জোর প্রতিদ্বন্দ্বিতা করে কুষ্টিয়া জেলা মহিলা ফুটবল একাদশ।
উক্ত খেলাটি দেখার জন্য দুপুর থেকে দর্শকের ঢল নামতে থাকে ইসলামকাটি ঐতিহ্যবাহী ফুটবল ময়দানে, জনস্রোতের মতো কানায় কানায় পরিপূর্ণ হয় ইসলামকাটি ঐতিহ্যবাহী ফুটবল ময়দান।
প্রথমার্ধের শেষের দিকে গোল করে এগিয়ে যায় কুষ্টিয়া জেলা মহিলা ফুটবল একাদশ ঠিক তার কিছুক্ষণ পরেই দ্বিতীয় গোল করে ব্যবধান বাড়ায় তারা ২-০ গোলে শেষ হয় প্রথমার্ধের খেলা।
দ্বিতীয়ার্ধে সাতক্ষীরা জেলা মহিলা ফুটবল একাদশ আক্রমনাত্মক ফুটবল খেলে গোল ব্যবধান কমানোর চেষ্টা করে কিন্তু দু-দুটো আত্মঘাতী গোলের শিকার হয়ে ব্যবধান বেড়ে ৪/০ তে গিয়ে দাঁড়ায়, তারপর থেকে সাতক্ষীরা জেলা মহিলা ফুটবল একাদশ আর তেমন কোন সুবিধা করতে পারেনি, খেলা শেষের আগ মুহূর্তে কুষ্টিয়া জেলা মহিলা ফুটবল একাদশ এর ১৪ নম্বর জার্সি পরিহিত খেলোয়াড়ের দূর থেকে নেওয়া শটে গোল ব্যবধান বেড়ে ৫/০ তে গিয়ে দাঁড়ায়,
শেষ পর্যন্ত ইসলামকাটি যুব সংঘ কর্তৃক আয়োজিত ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলাটি সাতক্ষীরা জেলা মহিলা ফুটবল একাদশ ৫/০ ব্যবধানে কুষ্টিয়া জেলা মহিলা ফুটবল একাদশ এর কাছে কোণঠাসা পরাজিত হয়।