বিশেষ প্রতিনিধি: সাতক্ষীরা জেলায় আসন্ন শারদীয় দুর্গোৎসব নির্বিঘ্নে ও শান্তিপূর্ণভাবে উদযাপন উপলক্ষ্যে আজ ১৮ সেপ্টেম্বর রোজ রবিবার পুলিশ সুপারের কার্যালয়ে কনফারেন্স রুমে সাতক্ষীরা জেলার সুযোগ্য পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান মহোদয়ের সভাপতিত্বে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উক্ত মতবিনিময় সভায় সাতক্ষীরা জেলার সুযোগ্য পুলিশ সুপার মহোদয় সকল থানার অফিসার ইনচার্জদের সাথে আসন্ন দুর্গা পূজা,সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা, প্রত্যেক পূজা মন্দিরে সিসি ক্যামেরা স্হাপন, মাদক, চোরাচালান, ইভটিজিং, সম্পত্তি সংক্রান্ত,মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ এবং সঠিক আইন-শৃঙ্খলা রক্ষার্থে দিক-নির্দেশনা প্রদান, সুন্দর ব্যবহার ও মানবিক আচরণের মাধ্যমে পুলিশি সেবা নিশ্চিত করা সহ বিভিন্ন নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।
এ সময় সম্মানিত সভাপতি জনাব সুভাষচন্দ্র ঘোষ, সাতক্ষীরা জেলা পূজা উদযাপন পরিষদ, সাধারণ সম্পাদক জনাব বিশ্বনাথ ঘোষ, সাতক্ষীরা পূজা উদযাপন পরিষদ জেলা শাখা এবং সম্মানিত পৌর মেয়র, উপজেলা পরিষদের চেয়ারম্যান, সভাপতি সাতক্ষীরা প্রেসক্লাব,কমিউনিটি পুলিশিং এর সভাপতিসহ সকল আমন্ত্রিত অতিথিবৃন্দ ও বক্তাগণ সকলকে পারস্পারিক সৌহার্দ্য ও সম্প্রীতি বজায় রেখে সরকারি সকল নির্দেশনা যথাযথভাবে অনুসরণ করে শান্তিপূর্ণভাবে দুর্গোৎসব উদযাপন করতে সকলের প্রতি আহবান জানান।
উক্ত সভায় আরো উপস্থিত ছিলেন জনাব মোঃসজীব খান, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব কনক কুমার দাস (ক্রাইম এন্ড অপস্),অতিরিক্ত পুলিশ সুপার কালীগঞ্জ সার্কেল, দেবহাটা সার্কেল,তালা সার্কেল সহ ঊর্ধ্বতন কর্মকর্তাসহ আমন্ত্রিত সম্মানিত অতিথি বৃন্দ।