বিশেষ প্রতিনিধি: সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সভাপতি, দৈনিক যুগান্তর ও এনটিভির সাতক্ষীরা প্রতিনিধি প্ৰবীণ সাংবাদিক সুভাষ চৌধুরী আর নেই। আজ ২০/৯/২০২২ তারিখ রোজ মঙ্গলবার সন্ধ্যা ৬টা ১০ মিনিটের দিকে সাতক্ষীরা শহরের কাটিয়াস্থ তার নিজস্ব বাসভবনে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেছেন। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল ৭৩ বছর। প্রবীণ সাংবাদিক সুভাষ চৌধুরীর একমাত্র ছেলে চন্দন চৌধুরী তার বাবার মৃত্যুর সংবাদ নিশ্চিত করে বলেন, বেশ কিছুদিন যাবত বাবা অসুস্থ্য ছিলেন। বাবা হার্ট, কিডনিসহ বেশ কিছু জটিল এবং কঠিন রোগে ভুগছিলেন তিনি। সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে মাসব্যাপী চিকিৎসা শেষে কয়েক দিন আগে তাকে বাড়িতে আনা হয়। প্রবীণ সাংবাদিক সুভাষ চৌধুরীর মৃত্যুর খবর জানার পরেই তার বাড়িতে সহকর্মী সাংবাদিরা ছুটে যান এক নজর দেখার জন্য এবং পরিবারকে শান্তনা দেওয়ার জন্য। প্রবীণ সাংবাদিক সুভাষ চৌধুরী দক্ষিণ-পশ্চিম অঞ্চলের অত্যন্ত সুপরিচিত একটি নাম ছিল। তার কাছে তথ্য ভান্ডার ছিল। তাকে এক কথায় বলা হতো সাতক্ষীরার ডায়েরী। সংবাদপত্র জগতে তার পরিচিতি ছিল দেশব্যাপী। তার লেখনিশক্তি ছিল অসীম।
সাতক্ষীরার এই প্রবীন সাংবাদিক, মানবাধিকার কর্মী, অবসরপ্রাপ্ত শিক্ষক সর্বজন শ্রদ্ধেয় সুভাষ চৌধুরীর মৃত্যুতে দৈনিক বাংলাদেশ টাইমস পরিবার শোকাহত। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন দৈনিক বাংলাদেশ টাইমস পরিবারের পক্ষ থেকে ব্যবস্থাপনা পরিচালক বাসুদেব দাশ, সম্পাদক সুমন কুমার ঘোষ, বার্তা সম্পাদক রাহানুজ্জামান রনি সহ সকল স্তরের কর্মকর্তা, প্রতিনিধি এবং কলাকৌশলী বৃন্দ।