নিজস্ব প্রতিবেদন: আজ ২৩/১১/২০২২ রোজ বুধবার দৈনিক বাংলাদেশ টাইমস অনলাইন নিউজ পোর্টালের প্রধান কার্যালয় সাতক্ষীরা, তালা, পাটকেলঘাটা, কুমিরা, (কুমিরাস্থ) আমরা যে ক’জনে ঝুম্পার উদ্দেশ্যে বিভিন্ন স্থান থেকে কালেকশনকৃত অর্থ পেয়েছিলাম তা হলো পাটকেলেশ্বরী শিশু বিদ্যাপীঠ থেকে উদয়ন বিট লালু, ঢাকা থেকে সাজু চন্দ্র, ছাত্র ঐক্য পরিষদ সাতক্ষীরা জেলা এবং আরো বিভিন্ন জায়গা থেকে মারফত আমি নিজেই (বাসুদেব দাশ) এবং বিভিন্ন ফ্রেন্ডস (গ্রুপ) থেকে মারফত সৌরভ বসু এবং গৌতম কর্মকার পাটকেলঘাটার একটি জায়গার অর্থ। সেই অর্থ ঝুম্পা মজুমদারের সুচিকিৎসার্থে অসহায় পিতার কাছে তুলে দেওয়া হয়েছে। সাথে আছেন আমার শ্রদ্ধাভাজন দুইজন শিক্ষক কুমিরা বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক বাবু খগেন্দ্রনাথ দাশ ও কুমিরা মহিলার ডিগ্রী কলেজের বাবু দেবজিৎ মিত্র। আরও আছেন বাবুলাল দাশ, দৈনিক বাংলাদেশ টাইমস এর ব্যবস্থাপনা পরিচালক বাসুদেব দাশ, সম্পাদক সুমন ঘোষ, বার্তা সম্পাদক রায়হানুজ্জামান রনি, সুব্রত দাশ, সৌরভ বসু, গৌতম কর্মকার সহ আরও অনেকে। আপনারা যদি কেউ মেয়েটির জন্য নূন্যতম কোন সাহায্য করতে চান তাহলে আমার কাছে পৌঁছে দিলেও সেটা তাদের অর্থাৎ ঝুম্পা মজুমদারের পরিবারের হাতে আমি পৌঁছে দিতে পারব এছাড়াও আমার ফেসবুক টাইমলাইনে ব্যাংক হিসাব নাম্বার এবং বিকাশ নাম্বার দেওয়া আছে ঝুম্পার পরিবারের। সবাই মেয়েটির দ্রুত সুস্থতা কামনা করুন সৃষ্টিকর্তার কাছে এই কামনাই করি।