আশাশুনি প্রতিনিধি: আশাশুনি উপজেলার কুল্যা টু বাঁকা (দরগাহপুর) সড়কে মাল বোঝাই ট্রাকের চাকা আটকে গেলে সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। সোমবার বেলা ১১ টার দিকে বুধহাটার দিক থেকে বালি ভর্তি একটি ট্রাক দরগাহপুর এলাকায় যাওয়ার পথে হলদেপোতা ব্রীজের কাছে শৈলমারী নামক স্থানে পৌছলে ট্রাকের চাকা সড়কে ডেবে গিয়ে আটকে যায়। ফলে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। এসময় সড়কের উভয় পার্শে শত শত যানবাহন আটকে থাকে। পরে ট্রাক আনলোড করে সরিয়ে নেওয়া হলে দীর্ঘ প্রায় ৩ ঘন্টা পর সড়ক পুনরায় চালু হয়। সড়কের অসংখ্য স্থানে বড়বড় গর্তের সৃষ্টি হয়েছে। অনেক স্থানে বৃষ্টির পানি জমে থাকে। স্থানীয় জন প্রতিনিধি ও চেয়ারম্যান প্রার্থীরা স্বেচ্ছায় সড়কে ইট ফেলে চলাচল উপযোগির চেষ্টা করলেও এখনো সড়কের বিভিন্ন স্থানে খুবই নাজুক হয়ে আছে। এব্যাপারে সড়ক ও জনপথ বিভাগ ও উর্দ্ধতন কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করা হয়েছে।