আশাশুনি প্রতিনিধি: আশাশুনি থানা পুলিশ অভিযান চালিয়ে ৫ জুয়াড়ীকে আটকের পর মোবাইল কোর্টে জরিমানা আদায় করা হয়েছে। সোমবার আশাশুনি উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। আশাশুনি থানার অফিসার ইনচার্জ মোহাম্মাদ গোলাম কবিরের নেতৃত্বে রবিবার রাতে উপজেলার দরগাহপুর গ্রামে জুয়ার আসরে অভিযান চালিয়ে ৫ জুয়াড়ীকে জুয়ার সরঞ্জামসহ আটক করা হয়। আটককৃতরা হলেন, দরগাহপুর গ্রামের জহর আলির পুত্র আনোয়ার হোসেন, আজহার আলির পুত্র আমিনুর ইসলাম এবং একই গ্রামের বাবু গাজী, কোরবান গাজী ও রবিউল ইসলাম। আটককৃতাদের সোমবার সকালে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজমুল হুসেইন খাঁন মোবাইল কোর্ট পরিচালনা করে জুয়া আইন ১৮৬৭ মোতাবেক জুয়াড়ীদেরকে ৪ হাজার ৮৯০ টাকা জরিমানা করা হয়।