নীলফামারী প্রতিনিধি: নীলফামারীর ডোমার উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ জনের এন্টিজেন নমুনায় গত ২৪ ঘণ্টায় নারী সহ করোনা শনাক্ত হয়েছেন ৭ জন। এছাড়া পার্শ্ববর্তী দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১ জন শনাক্ত হয়েছেন। এরমধ্যে ডোমার পৌরসভার ৫ জন, ডোমার সদর ইউনিয়নের ২ জন ও সোনারায় ইউনিয়নের ১ জন রয়েছেন বলে নিশ্চিত করেছে ডোমার উপজেলা স্বাস্থ্য বিভাগ। আজ সোমবার (২রা আগস্ট) ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এন্টিজেন নমুনা পরীক্ষার ফলাফলে শনাক্তকৃত ব্যক্তিরা হলেন- ডোমার পৌরসভার ৫নং ওয়ার্ডের ছোটরাউতা ময়দানপাড়া এলাকার বাবু লালের স্ত্রী জোছনা বেগম (৩০), মোহাম্মদ আলীর স্ত্রী কোরমা বেগম (৫৩), কন্যা মহিমা আফরোজা (২৩), ছোটরাউতা উপজেলা মোড়ের আনোয়ার হোসেন বাবু’র স্ত্রী মোরশেদা বেগম (৩৫), পশ্চিম চিকনমাটি জুম্মাপাড়া এলাকার রফিকুল ইসলামের স্ত্রী শারমিন (৩৪), ডোমার সদর ইউনিয়নের দক্ষিণ চিকনমাটি পণ্ডিতপাড়া এলাকার জাহিদুল ইসলামের পুত্র জুয়েল (৪০), জুয়েলের স্ত্রী ময়না বেগম (৩২) ও সোনারায় ইউনিয়নের দোলাপাড়া এলাকার ইসমাইল হোসেনের পুত্র নুর আলম (৩৯)। এ নিয়ে উপজেলায় মোট করোনা শনাক্ত হয়েছেন ২৮৩ জন। এখনো চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন ৫৩ জন, রেফার্ডে ২ জন। এছাড়া এখন অব্ধি মোট সুস্থ্য হয়েছেন ২১৭ জন ও মৃত্যুবরণ করেছেন ১১ জন।