1. admin@dainikbangladeshtimes.com : rony :
June 16, 2025, 10:12 am

বিদায় চৈতালি, কলমে:- চিত্তরঞ্জন ঘোষ

Reporter Name
  • Update Time : Friday, April 14, 2023,
  • 77 Time View

বোন বাসুন্তি চলে গেছে,বলে গেছে মোরে,
বাবা মাকে সেবা করো,অতি আদর করে।
তিন বোনের ছোট আমি,জন্ম চৈত্র মাসে,
মা ডাকে চৈতালি বলে,সত্যিই ভালোবেসে।
দিন দিবাকর বলছে ডেকে,চৈতালি সুন্দরী,
দুপুর গড়িয়ে সন্ধ্যা হলো,আর করো না দেরি।
দেখ দেখ পালকি এসেছে,যাবে শশুর বাড়ি,
নতুন সংসার গড়ে নেবে,ধরবে ভাতের হাড়ি।

মায়ের দিকে তাকিয়ে দেখ,করছে হায় হায়,
বাবা কাঁদছে অঝর ধারায়,চৈতালি বিদায়।
শাড়ী গহনা পরলো চৈতালি,কানে দিল দুল,
বললো মা গো বিদায় দাও,করেছি কত ভুল।
শোকের আগ্নি জ্বলে উঠলো,মা মেয়ের বুকে,
জড়িয়ে ধরে দুজন তারা,কাঁদলো ধুঁকে ধুঁকে।
এবার বললো শোনো মা,বৈশাখি আসবে চলে,
আদর করে নিয়ো তাকে,তোমার শান্ত কোলে।

আনবে জানি ইলিশ ভাজা,জলে মাখা ভাত,
কাচা মরিচ মাখিয়ে খেয়ো,তোমরা দিন রাত।
আবির আনবে হাতে করে,পরবে হলুদ শাড়ি,
সবার মুখে মাখিয়ে দিয়ে নাচবে বাড়ি বাড়ি।
দেখবে যেথায় মেলা বসে,নিযে যাবে সেথায়,
নাগর দোলায় চড়বে সবে,খাবে মিষ্টি মিঠািই।
চলার পথে,তোমাদের সাথে,কত করেছি ভুল,
আমি চৈতালি ক্ষমা চেয়ে, দিলাম একটি ফুল।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 LatestNews
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: FT It
error: Content is protected !!