বিশেষ প্রতিনিধি, পাবনা:
পাবনা আমিনপুরে ধোবাখোলা করোনেশন উচ্চ বিদ্যালয়ে পাঁচটি পদে নিয়োগ পরীক্ষায় অনিয়ম ও নিয়োগ বাণিজ্যের প্রতিবাদে মানববন্ধন।
গতকাল ১৫ই এপ্রিল শনিবার সকালে পাবনা আমিনপুর থানাধীন সন্ন্যাসী বাঁধ এলাকার ধোবাখোলা করোনেশন উচ্চ বিদ্যালয়ে পাঁচটি পদে নিয়োগ বাণিজ্যের প্রতিবাদে ধোবাখোলা করোনেশন উচ্চ বিদ্যালয়ের সামনে বিক্ষোভ ও মানববন্ধন করেন ভুক্তভোগী ও এলাকার সুশীল সমাজের সচেতন ব্যক্তিরা।
এ সময় নিয়োগ পরীক্ষায় অংশ নেওয়া ভুক্তভোগীরা সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বলেন অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক সহ নিয়োগ কমিটির অনেকেই প্রার্থীদের নিকট হতে বিভিন্ন কৌশলে ৮-১০ লক্ষ টাকা দাবি করলে টাকা দিতে অস্বীকার করেন ভুক্তভোগীরা।এদিকে আরেক ভুক্তভোগী প্রধান শিক্ষকের নিকট ৫ লক্ষ টাকা দিলেও বেশি টাকা নিয়ে অন্য আরেক জনকে নিয়োগ দেয়ার প্রতিশ্রুতি দেন বলে জানিয়েছেন ঐ ভুক্তভোগী।
এ মানববন্ধনে ভুক্তভোগী ও এলাকার সুশীল সমাজের সচেতন ব্যক্তিরা আরো বলেন অতি দ্রুত এই প্রশ্নবিদ্ধ নিয়োগ টি বাতিল করে পুনরায় নিয়োগ পরীক্ষা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।