আশাশুনি প্রতিনিধি: আশাশুনিতে করোনা ভাইরাস প্রতিরোধে কঠোর বিধিনিষেধ বাস্তবায়নে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। বুধবার সকালে উপজেলার বিভিন্ন বাজারে এ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। জেলা ম্যাজিস্ট্রেটের নির্দেশে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাহীন সুলতানা মোবাইল কোর্ট পরিচালনাকালে বুধহাটা বাজারের রমেশ কর্মকার, দেব কুমার দত্ত ও গোবিন্দ কর্মকারকে ৬০০ টাকা এবং কুল্যা ইউনিয়নের গুনাকরকাটি বাজারের মৃত অনাথ মন্ডলের পুত্র স্বপন মন্ডলকে ৫০০ টাকা জরিমানা করেন। তাদেরকে সংক্রমণ প্রতিরোধ ও নিয়ন্ত্রণ আইন- ২০১৮ এর ২৪ ধারায় ২টি মামলায় উপরোক্ত জরিমানা করা হয়। এসময় বাংলাদেশ সেনাবাহিনীর কর্মকর্তা ও সদস্যবৃন্দ তার সাথে ছিলেন।