আশাশুনি প্রতিনিধি: আশাশুনি উপজেলার প্রতাপনগর এবিএস ফাজিল মাদ্রাসার অবসরপ্রাপ্ত শিক্ষক মৌলভী গোলাম মোস্তফা (৮৮) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি অইন্না ইলাইহি রাজেউন)। বুধবার রাত ২.০১ টায় তিনি নিজ বাড়িতে বার্ধক্য জনিত কারনে ইন্তেকাল করেন। বুধবার বাদ যোহর নামাজে জানাযা শেষে প্লাবিত পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়। মরহুমের বড় ছেলে মাওঃ নুরুল্লাহ জানাযা নামাজে ইমামতি করেন। বহু সহকর্মী, শিক্ষার্থী, সুধীজন ও জন প্রতিনিধিসহ সর্বস্তরের মানুষ জানাযায় অংশ নেয়। ইউনিয়নের কুড়িকাহুনিয়া গ্রামের মৃত মোসলেম আলী সানার বড় পুত্র গোলাম মোস্তফা ৫ ছেলে ও ৩ কণ্যা সন্তানের জনক ছিলেন।কর্মজীবনে তিনি দীর্ঘদিন প্রতাপনগর এবিএস ফাজিল মাদ্রাসায় শিক্ষকতা করেন। ভূগোল, ইতিহাস, অর্থনীতি, বিজ্ঞান ও ইংরেজী বিষয়ে তার জ্ঞানের পরিধি বিবেচনায় সমসাময়ীক শিক্ষক ও শিক্ষার্থীরা তাকে “বিজ্ঞানী স্যার“ উপাধিতে ভূষিত করেন।