বিশেষ প্রতিনিধি: সাতক্ষীরা জেলায় আশাশুনি উপজেলার শোভনালী ইউনিয়নের বদরতলা গ্ৰামে সার্বজনীন মহা শ্মশান’র উদ্বোধন করা হয়েছে। বুধবার (০৪ আগস্ট) সন্ধ্যায় উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক, সাংসদ প্রতিনিধি ও উপজেলার শোভনালী ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী শম্ভুজিত মন্ডল এ মহা শ্মশানের উদ্বোধন করেন।
অনুষ্ঠানের শুরুতে উপস্থিত সকলকে কালোব্যাচ ধারন পূর্বক জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ উনার পরিবারের যাঁরা ১৫ আগস্টে শাহাদাত বরণ করেছেন তাদের সবাই সহ সকল শহীদদের উদ্দেশ্যে ১ মিনিট নিরাবতা পালন করা হয়।
উদয় কৃষ্ণ ঢালীর সভাপতিত্বে এবং প্রভাষক রবীন্দ্রনাথ সরকারের পরিচালনায় এসময় মোবাইল ফোনে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ ভাইস-চেয়ারম্যান সাংবাদিক অসীম বরণ চক্রবর্তী, উদ্ধোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শোভনালী ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সঞ্জয় কুমার দাশ, প্রভাষক বরুন সরকার, প্রভাষক সংকর সরকার, শোভনালী ইউনিয়নের কৃষকলীগের সভাপতি কার্তিক সরকার, শোভনালী ইউনিয়নের ১নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি সুভাষ চন্দ্র মন্ডল প্রমুখ।