স্টাফ রিপোর্টার:
ঝিনাইদহের শৈলকুপায় সামাজিক প্রতিপক্ষের অতর্কিত হামলায় রিপন (৪০) নামে এক ইউপি সদস্য খুন হয়েছে। রবিবার গভীর রাতে এ হত্যাকান্ডের ঘটনা ঘটে। এঘটনায় ১৫টি বাড়িঘর ভাংচুরের ঘটনা ঘটেছে।
নিহত রিপন উপজেলার ১১ নং আবাইপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম মাষ্টারের ছেলে ও ৭ নং ওয়ার্ডের ইউপি সদস্য।
এলাকাবাসী সুত্রে জানা যায়,আবাইপুর ইউনিয়নের চেয়ারম্যান হেলাল উদ্দিন বিশ্বাসের সমর্থক সামাজিক মাতব্বর মীনগ্রামের মিঠু বিশ্বাস ও রন্জুর সাথে ইউপি সদস্য রিপন এর সামাজিক আধিপত্য বিস্তার কে কেন্দ্র করে বিরোধ চলে আসছিল। শুক্রবার ইউপি সদস্য রিপনসহ বেশকয়েকজন মিঠু বিশ্বাস ও রন্জুর সমর্থক মোস্তাক নামে একজনকে মারধর করে। এঘটনার পর থেকে এলাকায় উত্তেজনা বিরাজ করছিল। দু’ পক্ষের সমোঝোতার জন্য রবিবার রাতে শৈলকুপা থানায় শালিশ মিমাংসা হয়। শালিসি বৈঠক শেষে রাত সাড়ে বারোটার দিকে রিপন বাড়ি ফিরছিল। এসময় আবাইপুর ওয়াপদা মোড়ে পৌছালে আগে থেকে ওৎ পেতে থাকা সন্ত্রাসীরা অতর্কিত হামলা চালিয়ে এলোপাতাড়ি কুপিয়ে আহত করে। স্থানীয়রা তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে আসলে সেখানে তার মৃত্যু হয়। এঘটনায় সোমবার সকালে জাহাঙ্গীর, শাজাহান, মহিদুল, খবির, হবিবার, রঞ্জু, নায়েব, সিরজান, বোরহানসহ ১৫ টি বাড়ীঘরে হামলা চালিয়ে ভাংচুর করা হয়েছে।
শৈলকুপা থানার অফিসার ইনচার্জ ঠাকুর দাস মন্ডল জানান,সামাজিক আধিপত্য বিস্তার কে কেন্দ্র প্রতিপক্ষের হামলায় ইউপি সদস্য হত্যার ঘটনা ঘটেছে। এলাকার পরিস্থিতি স্বাভাবিক রাখতে সেখানে পুলিশ মোতায়েন করা হয়েছে।