স্টাফ রিপোর্টার:
শৈলকুপা উপজেলার ১১ং আবাইপুর ইউনিয়নের ইউপি সদস্য রিপন হত্যা মামলার এজাহারভুক্ত চার আসামী ভিবি পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছে।
সূত্রে জানা যায়, ঝিনাইদহ গোয়েন্দা শাখার একটি চৌকস দল ঢাকা নিউ মার্কেট এলাকা থেকে সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন ছেলের মাধ্যমে
গত শনিবার ২১-১০-২৩ তারিখে সন্ধ্যায় তাদের গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলো
মিনগ্রাম পূর্বপাড়া মৃত ছবেদ আলী বিশ্বাসের ছেলে বোদিয়ার বিশ্বাস(৪৮)
মিনগ্রাম পশ্চিমপাড়া মৃত কিয়ামুদ্দিন বিশ্বাসের ছেলে আব্দুল মজিদ (৬০)
মিনগ্রাম পূর্বপাড়ার জজ আলী মোল্লার ছেলে জাহিদ মোল্লা (৩৫) ও
ইউনুস আলী মোল্লার ছেলে ইউসুফ আলী লস্কর (২৮)। শৈলকুপা থানার মামলা নং-১৬ তারিখ ১৭/১০/২০২৩খ্রীঃ এর এজাহারে বর্ণিত ভুক্ত।