বিশেষ প্রতিনিধি : আশাশুনি উপজেলা পরিষদের মাসিক (উন্নয়ন ও সমন্বয়) সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা ১১ টায় উপজেলা পরিষদের আয়োজনে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব এবিএম মোস্তাকিমের সভাপতিত্বে ও উপজেলা নির্বাহী কর্মকর্তা রনি আলম নুরের সঞ্চালনায় এসময় সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল হান্নান, সদর ইউপি চেয়ারম্যান এসএম হোসেনুজ্জামান হোসেন, দরগাহপুর ইউপি চেয়ারম্যান শেখ মিরাজ আলী, প্রতাপনগর ইউপি চেয়ারম্যান হাজী আবু দাউদ, কৃষি কর্মকর্তা এসএম এনামুল হাসান, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মিজানুল হক, সমাজসেবা কর্মকর্তা রফিকুল ইসলাম, মৎস্য কর্মকর্তা সত্যজিৎ মজুমদার, যুব উন্নয়ন কর্মকর্তা আলহাজ্ব এসএম আজিজুল হক, পিআইও সোহাগ খান, মহিলা বিষয়ক কর্মকর্তা সাইদুর রহমান, প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি জি এম মজিবুর রহমানসহ সরকারি কর্মকর্তা বৃন্দ উপস্থিত ছিলেন। সভায় উপজেলার চলমান উন্নয়নমূলক কর্মকান্ড ও সার্বিক উন্নয়ন নিয়ে আলোচনা করা হয়।
আশাশুনিতে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা
বিশেষ প্রতিনিধি ॥ আশাশুনিতে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১০ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা রনি আলম নুরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব এবিএম মোস্তাকিম। এসময় কৃষি কর্মকর্তা এসএম এনামুল হাসান, স্বাস্থ্য ও পরিবার পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মিজানুল হক, সমাজসেবা কর্মকর্তা রফিকুল ইসলাম, মৎস্য কর্মকর্তা সত্যজিৎ মজুমদার, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল হান্নান, সদর ইউপি চেয়ারম্যান এসএম হোসেনুজ্জামান হোসেন, দরগাহপুর ইউপি চেয়ারম্যান শেখ মিরাজ আলী, প্রতাপনগর ইউপি চেয়ারম্যান হাজী আবু দাউদ, মহিলা বিষয়ক কর্মকর্তা সাইদুর রহমান, যুব উন্নয়ন কর্মকর্তা আলহাজ্ব এসএম আজিজুল হক, পিআইও সোহাগ খান, মহিলা বিষয়ক কর্মকর্তা সাইদুর রহমান, প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি জি এম মজিবুর রহমানসহ সরকারি কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় উপজেলার আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
কাদাকাটি সানাবাড়ি জামে মসজিদ থেকে চুরি
বিশেষ প্রতিনিধি ॥ আশাশুনি উপজেলার কাদাকাটি সানাবাড়ি আহলে হাদীস জামে মসজিদ থেকে দিনের বেলায় চুরির ঘটনা ঘটেছে। সোমবার বেলা আনুমানিক সাড়ে ১০টার দিকে এ চুরির ঘটনা ঘটে। মসজিদের ইমাম মাওলানা শিহাবউদ্দীন (সবুজ) জানান, দিনের বেলায় মসজিদের দরজায় তালা দেওয়া থাকেনা। সেই সুযোগে ঘটনার সময় জৈনক চোর মসজিদে ঢুকে ভিতরে থাকা সোলারের ব্যাটারী, দান বাক্স ও মসজিদের আলমারীতে থাকা নগদ টাকা এবং একটি ভিডিও করার স্ট্যান্ড চুরি করে নিয়ে গেছে। চুরির সময় ব্যাটারীর ভিতরে থাকা পানি মসজিদের ভিতরে ফেলে দিয়ে খালি ব্যাটারী নিয়ে যায় চোর। পরে মসজিদের মুয়াজ্জিন তৌহিদুল ইসলাম মসজিদের সামনে আসলে ব্যাটারীর পানি মসজিদের ভিতরে ও কালো পর্দায় লাগানো দেখতে পেয়ে তার সন্দেহ হলে ভিতরে গিয়ে চুরির বিষয়টি সে বৃুঝতে পারে। স্থানীয় সূত্রে জানাগেছে, চুরির আগে মোটরসাইকেল যোগে এক জৈনক ব্যক্তি সানাবাড়ি এলাকায় ঢুকে মসজিদটি কোথায় জানতে চাইলে একজন তাকে দেখিয়ে দেন। স্থানীয়দের ধারণা মোটরসাইকেল যোগে আসা ঐ ব্যক্তিই এই চুরির ঘটনা ঘটাতে পারে। স্থানীয় সচেতন মহল ও মসজিদ কমিটির নেতৃবৃন্দ চুরির সাথে জড়িত ব্যক্তিকে শনাক্তপূর্বক আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।