নিজস্ব প্রতিনিধ:-
বিসর্জনের বাজনার তালে দুর্গাভাসানের চিরচেনা স্লোগান! গ্রাম, শহর, নগর, সর্বত্রই দুর্গাপুজোর মতো এই স্লোগান সর্বজনীন। মা এলেন,আবার মা চলে যাচ্ছেন।
ঐ ঢাকের বোলে যে কী যে আছে! কেমন কান্না পায়। এটা নির্ণয় করা কঠিন। সারা বছর দূর্গাপূজার জন্য যে অপেক্ষা তার জন্য নতুন নতুন জামা, পোশাক, জুতোর উপহার, তার লাভের হিসাব!
অনেক বছর ধরে চিন্তা ভাবনা করে এই প্রতিমা ও মন্দিরের আলোক সজ্জা তারা উন্নত করেছেন।
আগের মতো কোনো জায়গায় পুরোনো দিনের মতো কোনো জায়গায় পূজা পালন করা হয়না এখন সব মন্ডপ গুলোনতুন সাজে সজ্জিত
পূজো শেষ না হতেই হতে আবার পূজোর জন্য চুক্তিবদ্ধ হওয়া।
এক সপ্তাহ পর আবার লক্ষী পূজা তাও সবার মন খরাপ কারন দেবী দূর্গা চলে যাচ্ছে ।
সকলের মুখখানা কান্না-কান্না। এত বড় মহোৎসবের যারা উৎসব পরিচালনা করেছেন দেবী দূর্গার বিদায় বেলার চোখের জল সকলকেই স্পর্শ তো করবেই!
দূর্গা পূজা মানে পূজার সাথে নিজেকে সাজিয়ে নেওয়া এবং কিছু দিনের জন্য নিজেকে স্বাধীন ভাবা, তা শেষ হলে মন খারাপ হবেই তো!
প্রতিবছরের ন্যায় ঢোলের তালে বিদায় জেনেও চোখ থেকে অশ্রু গড়িয়ে পরে।
পূজা এবং পূজা শেষের বাজনা তার নাম সংকল্প। সংকল্প ও তার দলিল
আজ মঙ্গল বিজয়া। আজ শত্রু-মিত্র ভুলে মিলনের দিন, আলিঙ্গনের দিন।
আজ বিদায়। আনন্দের মধ্যে চোখের জলতো থাকবেই
আজ যত আলোই জ্বলুক, যত গানই বাজুক, বিদায় তো হবেই
বলো দুর্গা মা কি জয়…ধ্বনির তলায় পড়ে আছে কাশের গুচ্ছ, ঝরা শিউলির ফুল আর বাসি পদ্ম! তিনি এসেছিলেন। তিনি বিদায় নিয়েছেন!