বিশেষ প্রতিনিধি :
সাতক্ষীরার বিনেরপোতায় মাছের ঘের থেকে অজ্ঞাত পরিচয়ের এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (২৪ অক্টোবর) বিকেল ৪টার দিকে স্থানীয়দের দেয়া খবরে মরদেহটি উদ্ধার করা হয়।
বিনেরপোতা বিসিক এলাকার মিজানুর রহমানের মাছের ঘের ভাসতে দেখে মরদেহটি উদ্ধার করা হয়েছে।
পুলিশ ও স্থানীয়রা দাবী ২-৩ দিন আগে পানিতে ডুবে মৃত্যু হয়েছে।
সাতক্ষীরার অতিরিক্ত পুলিশ সুপার ( সদর সার্কেল) মীর আসাদুজ্জামান বলেন, মরদেহটি উদ্ধার করা হয়েছে। আমরা যাচাই বাছাই করছি। নারীর পরিচয় শনাক্তের পর বিস্তারিত জানানো সম্ভব হবে।