বিশেষ প্রতিনিধি ॥ শারদীয় দুর্গোৎসব এর সমাপনী উপলক্ষে আশাশুনি উপজেলার বড়দল ইউনিয়নের বুড়িয়ায় ঐতিহ্যবাহী আড়ম মেলা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সন্ধ্যায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ মেলার শুভ উদ্বোধন করেন, সাতক্ষীরা ০৩ আসনের এমপি মনোনয়ন প্রত্যাশী, আশাশুনি উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান এবিএম মোস্তাকিম। এসময় তিনি বলেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ উন্নত ডিজিটাল বাংলাদেশ হিসাবে বিশ্বে পরিচিতি লাভ করেছে। বঙ্গবন্ধুর স্বপ্ন অসম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মাণে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় রক্ষায় আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীকে ভোট দিয়ে জননেত্রী শেখ হাসিনাকে আবারো প্রধানমন্ত্রী করার আহ্বান জানান। উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ও বড়দল ইউপি চেয়ারম্যান জগদীশ চন্দ্র সানার সভাপতিত্বে এসময় বিশেষ অতিথি ছিলেন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান আবু হেনা সাকিল, সাংগঠনিক সম্পাদক আব্দুস সামাদ বাচ্চু। ইউনিয়ন পূজা উদযাপন কমিটির সভাপতি সুরঞ্জন ঢালীর সঞ্চালনায় এসময় বড়দল ইউনিয়ন মুক্তিযোদ্ধা সন্তান সংসদের সভাপতি মহসিন আলী লিটন, আওয়ামী লীগ নেতা বদিয়ার রহমান, পরেশ অধিকারী, তবিবুর রহমান তৈবার, উপজেলা কৃষকলীগের আইন বিষয়ক সম্পাদক এমএম সাহেব আলী, ইউপি সদস্য বৃন্দ, পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দসহ ভক্তবৃন্দ উপস্থিত ছিলেন।