বিশেষ প্রতিনিধি ॥ আশাশুনি থানা পুলিশের অভিযানে ছয় মাসের সাজাপ্রাপ্ত আসামীসহ দুই আসামীকে আটক করা হয়েছে। মঙ্গলবার দিবাগত রাতে আশাশুনি থানার অফিসার ইনচার্জ বিশ্বজিৎ কুমার এর নেতৃত্বে অভিযান পরিচালনা কালে এসআই জাহাঙ্গীর হোসেন খান, এএসআই সোহেল শেখ সঙ্গীয় ফোর্সের সহায়তায় নিয়মিত ১৬(১০)২৩ নং মামলার সন্দিগ্ধ আসামী নওয়াপাড়া গ্রামের মহিতুল ঢালীর ছেলে চয়ন ঢালী (২১) ও সিআর ৬ মাসের সাজাপ্রাপ্ত পরোয়ানা- ৬৪/১৯ এর আসামী পশ্চিম দরগাহপুর গ্রামের মৃত এলাহী বক্স গাজীর ছেলে ফৌজদুর রহমানকে তার এলাকা থেকে আটক করেন। আটককৃত আসামীদের বুধবার দুপুরে বিচারার্থে আদালতে প্রেরণ করা হয়েছে।