বিশেষ প্রতিনিধি:
পাটকেলঘাটা থানা পুলিশ অভিযান চালিয়ে নাশকতা মামলার তিন আসামী কে গ্রেফতার করেছে।
থানা সূত্রে জানা যায়, আটককৃত আসামীরা হলো খালিষখালী ইউনিয়নের শুক্তিয়া টিকারাম পুর গ্রামের
লিয়াকত গাজী (৫৭),পিতা মৃত কেয়াম উদ্দীন গাজী, খলিষখালী এনায়েতপুর গ্রামের
আশরাফুল শেখ (৩৮) পিতা আবুল শেখ,কুমিরার দাদপুর গ্রামের আব্দুল বারীর পুত্র মওদুদ ইসলাম মধু
(৫৭) কে গ্রেফতার করে
গতকাল মঙ্গলবার সকালে জেল হাজতে পাঠিয়েছে।