বিশেষ প্রতিনিধি ॥ ৩রা নভেম্বর জেল হত্যা দিবস উপলক্ষে আশাশুনিতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকালে উপজেলা আওয়ামী লীগের সভাপতির কার্যালয়ে এ আলোচনা সভার আয়োজন করা হয়। উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি রফিকুল ইসলাম মোল্যার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও সাতক্ষীরা-০৩ আসনের এমপি মনোনয়ন প্রত্যাশী আলহাজ্ব এবিএম মোস্তাকিম। এসময় তিনি বলেন, জাতির জনক বঙ্গবন্ধু হত্যার পরে আওয়ামী লীগকে নেতৃত্ব শূন্য করতে ১৯৭৫ সালের ৩রা নভেম্বর কারাবন্দি অবস্থায় আওয়ামী লীগের জাতীয় চার নেতাকে নির্মমভাবে হত্যা করা হয়। এটা বাঙালি জাতির জন্য একটি কলঙ্কজনক অধ্যায়। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ যখন বিশ্বে উন্নয়নের রোল মডেল, ঠিক তখনই বাংলাদেশকে পিছিয়ে নেয়ার জন্য আবারো সেই স্বাধীনতা বিরোধী অপশক্তিরা ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। তারা আগামী জাতীয় সংসদ নির্বাচন কে বানচাল করার জন্য হরতাল ও অবরোধের নামে আগুন সন্ত্রাসের মাধ্যমে মানুষ হত্যায় লিপ্ত রয়েছেন। আগামী নির্বাচন প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার অধীনেই হবে কেউ সেই নির্বাচনকে বাধাগ্রস্ত করতে পারবে না। তার জন্য তিনি সকলকে ঐক্যবদ্ধ থেকে সকল ষড়যন্ত্র প্রতিহত করার আহ্বান জানান। উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুস সামাদ বাচ্চুর সঞ্চালনায় এসময় উপজেলা শ্রমিক লীগের সভাপতি ঢালী সামছুল আলম, আওয়ামী লীগ নেতা রজব আলী সরদার, ইদ্রিস আলী, সিরাজুল ইসলাম, পরেশ অধিকারী, তবিবুর রহমান, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আসমাউল হুসাইন, উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক আবুল কাশেম খোকা, উপজেলা কৃষকলীগের আইন বিষয়ক সম্পাদক এমএম সাহেব আলী, শ্রমিক লীগের সহ-সভাপতি রফিকুল ইসলামসহ উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন।