ডেক্স নিউজ: মানুষ ও মনুষ্যেত্বর মুক্তিতে মানবীয় মর্যাদা প্রতিষ্ঠার মহতী সংগ্রামে- সারথী হতে
বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের মনোনয়ন ফরম নিলেন জনাব মামুন সিকদার। আজ সন্ধায় ২১/১১/২০২৩ তারিখে দলের ঢাকা মহানগর উত্তরের কার্যালয় থেকে তিনি এই ফরম সংগ্রহ করেন। মামুন সিকদার ঝালকাঠি -১ (রাজাপুর- কাঠালিয়া) কাঁঠালিয়ার দক্ষিন আনইলবুনিয়ার ৫ নং ওয়ার্ডের কৃতি সন্তান। মনোনয়ন ফরম নেওয়ার পর অনুভূতি প্রকাশ করতে গিয়ে মামুন সিকদার বলেন তিনি দেশে একটি সুস্থ ধারার রাজনীতি প্রত্যাশা করেন। এই দেশ সাধারণ মানুষের আর সাধারণ মানুষের শাষণ প্রতিষ্ঠায় দেশ ও এলাকার মানুষের পাশে থেকে জনগণ ও দলের জন্য কাজ করতে চাই মামুন সিকদার।
ফরম বিতরণ কালে উপস্থিত ছিলেন পরিচালনা বোর্ড প্রধান মোঃ শাহাজামাল আমিরুল, ঢাকা মহানগর প্রধান মোঃ শাহাবুদ্দিন মাহতাব এবং কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য বেদুইন হায়দার লিও, আক্তার হোসেন মোল্লা ও কাজী হাবিবুর রহমান কামাল উপস্থিত ছিলেন।