বিশেষ প্রতিনিধিঃ
সবার জন্য স্বাধীনতা, সমতা ও ন্যায় বিচার এই প্রতিবাদ্যকে সামনে রেখে সার্ক মানবাধিকার ফাউন্ডেশন, মনিরামপুর উপজেলা শাখার উদ্যোগে রবিবার সকাল ১১টায় স্হায়ী কার্যালয়, রাজগঞ্জে ৭৫ তম বিশ্ব মানবাধিকার দিবস ২০২৩ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে মোঃ এরশাদ আলীর সভাপতিত্বে ও মোঃ মিজানুর রহমানের পরিচালনায় প্রথমে পবিত্র কুরআন থেকে তেলওয়াত করেন মোঃ আমিনুর রহমান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন সার্ক মানবাধিকার ফাউন্ডেশন, যশোর জেলা শাখার সন্মানিত সাধারণ সম্পাদক জি,এম ফারুখ হুসাইন, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন সার্ক মানবাধিকার ফাউন্ডেশন, যশোর জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মোঃ রেজাউল করিম রয়েল, দপ্তর সম্পাদক রুহুল কুদ্দুস, শিক্ষা বিষয়ক সম্পাদক স্বপ্না রায়, সহ তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আল ইমরান। যশোর জেলা ও মনিরামপুর উপজেলা কমিটির পক্ষ থেকে প্রচার ও প্রকশনা সম্পাদক মোঃ ইলিয়াস হোসেনকে
স্বরণীকা প্রদান করা হয়। উপজেলা কমিটির পক্ষ থেকে বক্তব্য প্রদান করেন সহ সভাপতি মোঃ আবু সাইদ ও মোঃ শামসুজ্জামান, সাধারণ সম্পাদক মোঃ মিজানুর রহমান, যুগ্ম সম্পাদক মোঃ রাকিব হোসেন, অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মোঃ আব্দুল আলিম, মোঃ ইউনুস আলম,মোঃ মফিজুর রহমান, মোঃ ইলিয়াস হোসেন, মোঃ আশরাফ আলী সহ অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দ। অনুষ্ঠান মালায় সহ সভাপতি মোঃমোশাররফ হোসেনের মায়ের মৃত্যুতে তার রুহের মাগফেরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়। মনিরামপুর উপজেলা কমিটির সভাপতি মোঃ এরশাদ আলীর বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত ঘোষণা করা হয়।