বিশেষ প্রতিনিধি: অদ্য ২১/০৫/২০২২খ্রিঃ ঐতিহ্যবাহী শতবর্ষী শিক্ষা প্রতিষ্ঠান যশোর হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতালের আয়োজনে প্রতিষ্ঠানটির “পথচলার শতবর্ষ উদয়াপন-২০২২ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের প্রথম অধিবেশনে বিশেষ অতিথি হিসাবে সম্মানিত পুলিশ সুপারের যশোর মহোদয়ের পক্ষ হতে উপস্থিত ছিলেন জনাব মোহাম্মদ বেলাল হোসাইন, পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার, “ক” সার্কেল, যশোর।
উক্ত অনুষ্ঠানের প্রথম অধিবেশনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জনাব স্বপন ভট্টাচার্য্য, এমপি মহোদয়, মাননীয় প্রতিমন্ত্রী, স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার।
অনুষ্ঠানটির উদ্বোধন করেন ডাঃ দিলীপ কুমার রায়, চেয়ারম্যান, বাংলাদেশ হোমিওপ্যাথি বোর্ড, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জনাব মোঃ তমিজুল ইসলাম খান, সম্মানিত জেলা প্রশাসক যশোর মহোদয় ও সভাপতি যশোর হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতাল।