নীলফামারী প্রতিনিধি: সারাদেশে করোনার প্রাদুর্ভাব বেড়ে যাওয়ায় সকল নাগরিকদের টিকার আওতায় আনতে গণ-টিকা কার্যক্রমের সিদ্ধান্ত নিয়েছে সরকার। এজন্য পর্যাপ্ত পরিমাণ টিকা সংগ্রহ করেছে সরকার। নীলফামারীর ডোমার উপজেলায় ইউনিয়ন পর্যায়ে কোভিড-১৯ গণ টিকা কার্যক্রম বাস্তবায়নে দায়িত্বপ্রাপ্ত আনসারদের সমন্বয়ে সভার আয়োজন করেছে ডোমার উপজেলা স্বাস্থ্য বিভাগ। আজ বুধবার (৪ঠা আগস্ট) ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দায়িত্বপ্রাপ্ত আনসারদের সাথে সমন্বয়ক সভা আয়োজন করা হয়। এসময় আনসারদের উদ্দেশ্যে গণ টিকা কার্যক্রম বাস্তবায়নের লক্ষ্যে বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন- ডোমার উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডাঃ মোঃ রায়হান বারী। এসময় আরোও উপস্থিত ছিলেন- ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার (এম.ও.ডি.সি) ডাঃ আব্দুল আলা, ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য পরিদর্শক (ভারপ্রাপ্ত) মোঃ বেলাল উদ্দিন প্রমুখ।