বিশেষ প্রতিনিধি:
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সারাদেশের মত সাতক্ষীরা ১ তালা কলারোয়া আসনে সংসদ নির্বাচনে অংশগ্রহণ কারীদের আজ ১৮ই ডিসেম্বর সোমবার প্রতীক বরাদ্দ দিয়েছেন।
তারই ধারাবাহি কতায় তালা কলারোয়া(১) সংসদীয় আসনে এমপি পদে স্বতন্ত্র প্রার্থী শহিদ পরিবারের সন্তান, ও তালা উপজেলা আওয়ামীগের সভাপতি শেখ নুরুল ইসলাম তার প্রতিক পেয়েছেন ট্রাক মার্কা।
ট্রাক মার্কায় তিনি প্রতিদ্বন্দ্বিতা করবেন।গতকাল দুপুরে জেলা রিটার্নিং কর্মকর্তা তার এই প্রতীক নিশ্চিত করেন। সোমবার (১৮ই ডিসেম্বর) বিকাল ২ টার সময় প্রতীক পাওয়ার পর তার অনুসারীরা। সংসদীয় আসন এলাকার পাটকেলঘাটা বাজারে বিশাল আনন্দ মিছিল বের করে। অনুসারীরা মিছিল শেষে পল্লিবিদ্যুৎ রোডে তার বাসভবনে জড়ো হলে, স্বতন্ত্র প্রার্থী নুরুল ইসলাম তার ভক্তদের বলেন, আজ মঙ্গলবার বিকাল ৩টায় পাটকেলঘাটার পারকুমিরা পদ্বারানী মাঠে সরুলিয়া ইউনিয়ান কর্মীদের নিয়ে সমাবেশ করবেন বলে জানান।
উল্লেখ্য, তফসিল অনুযায়ী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ হবে আগামী ৭ জানুয়ারি। মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ছিল ৩০ নভেম্বর। মনোনয়নপত্র বাছাই সম্পন্ন হয়েছে ১ থেকে ৪ ডিসেম্বর। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ছিল ১৭ ডিসেম্বর গতকাল ১৮ই ডিসেম্বর প্রতীক বরাদ্দ দেওয়া হয়।