বিশেষ প্রতিনিধি:
তালা উপজেলা পাটকেলঘাটার নগরঘাটা ইউনিয়ন নিমতলা প্রাইমারী স্কুল সংল্গ জমির মাটির নিচ থেকে একটি ম্যাগনেটিভ সিমানা পিলার থানা পুলিশ অভিযান চালিয়ে উদ্ধার করে।
গতকাল বুধবার (২০) ডিসেম্বর বিকাল সাড়ে ৪ টায় পাটকেলঘাটা থানার নগরঘাটা নিমতলা গ্রামে ঘটনাটি ঘটে। ম্যাগনেটিক প্লারটির গায়ে খোদাই করে লেখা ১৮, ১৮ সালে তৈরী ইউকে থ্রি এম ইস্ট ইন্ডিয়া কোম্পানি, প্লারটির দৈর্ঘ্য ২৯ ইঞ্চি,প্রস্থ ১৮ ইঞ্চি।
এ ঘটনায় পাটকেলঘাটা থানার একদল চৌকস পুলিশ সদস্য এস আই কৃষ্ণ পদ সমাদ্দার, এস আই লিটন, এস আই আলম সহ সংগীয় ফোর্স
গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে একটি সীমানা পিলার সহ কেশবপুর থানার নেহালপুর গ্রামের মোঃ মতিয়ার রহমানের পুত্র শরিফুল্লাহ বিশ্বাস (৩৬) পাটকেলঘাটার নগরঘাটা নিমতলা গ্রামের বরুণ মন্ডলের পুত্র দেবব্রত মন্ডল (৩৫) কে ঘটনাস্তল থেকে আটক করে। ঘটনার সত্যতা নিশ্চিত করে পাটকেলঘাটা থানার অফিচার ইনর্চাজ বিপ্লব কুমার নাথ জানান, গোপন সংবাদের ভিত্তিতে ম্যাগনেটিভ সিমানা পিলার সহ ২ জন কে আটক করা হয়েছে। প্রাথমিক ভাবে আসামীরা সীমানা পিলারটি ১ কোটি টাকা দিয়ে ক্রয় করেছে জানা গেছে।
আটককৃতদের বিরুদ্ধে পাটকেলঘাটা থানায় একটি মামলা হয়েছে। মামলা নং ৫। আসামীদের আগামী কাল বৃহস্পতিবার জেল-হাজতে প্রেরন করা হবে।