বিশেষ প্রতিনিধি: আশাশুনি উপজেলার বড়দল ইউনিয়নের জামলনগর গ্রামের বীর মুক্তিযোদ্ধা আঃ গফুর ফকিরকে রাস্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৫ বছর। মঙ্গলবার যোহর নামাজ বাদ জামলনগর উত্তর পাড়া জামে মসজিদ চত্বরে গার্ড অব অনার ও জানাযা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। জামালনগর গ্রামের মৃত রহিম বক্স ফকিরের ছোট পুত্র বীরমুক্তিযোদ্ধা আঃ গফুর ফকির সোমবার রাত ১১ টায় নিজ বাস ভবনে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি অইন্না ইলায়হি রাজেউন)। নির্বাহী ম্যাজিস্ট্রেট বাপ্পি দত্ত রনি সরকারি প্রতিনিধি হিসাবে ও সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আঃ হান্নান কফিনে জাতীয় পতাকা ও পুষ্পস্তবক প্রদান করেন। এসময় পুলিশের একটি চৌকশ দল রাস্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান করেন। পরে নামাজে জানাযা অনুষ্ঠিত হয়। ইমামতি করেন মরহুমের বড়ো ছেলে হাফেজ ও পুলিশ কর্মকর্তা আকরাম হোসেন। এসময় ইউনিয়নের বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা আঃ ছাত্তার গাজী প্রমুখ বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, স্থানীয় জন প্রতিনিধি, আলেম, হাজী, শিক্ষকসহ সর্বস্তরের মানুষ উপস্থিত ছিলেন। জানাযা শেষে পারিবারিক কবরস্থানে মরহুমকে দাফন করা হয়। মৃতকালে তিনি স্ত্রী, ২ পুত্র সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।