বিশেষ প্রতিনিধি:-
সাতক্ষীরা-খুলনা মহাসড়কে পাটকেলঘাটার ভৈরবনগর এলাকায় মোটর সাইকেল ও বাইসাইকেলের সংঘর্ষে অভি কুমার দে নামের এক কলেজছাত্র নিহত হয়েছে। এ সময় আহত হয়েছেন আরও তিনজন।
নিহত অভি পাটকেলঘাটা থানার কুমিরা ইউনিয়নের কুমিরা গ্রামের তপন কুমারের ছেলে। সে তালা সরকারী কলেজের অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্র।
আহতরা হলেন, কুমিরা কদমতলা এলাকার কাঠ ব্যবসায়ী আলমগীর হোসেনের ছেলে আসিফ হোসেন (২০), খলিষখালীর কাটাখালী এলাকার উত্তম মন্ডলের ছেলে শিমুল মন্ডল (২১) ও বাইসাইকেল চালক।
প্রত্যক্ষদর্শী এক ভ্যানচালক জানান, দ্রুত গতিতে মটরসাইকেলে তিনজন যাচ্ছিলেন। আকষ্মিক বাইসাইকেল চালক কোন সংকেত ছাড়াই মটরসাইকেলের সামনে চলে আসে। মটরসাইকেলে চালক তাকে বাঁচাতে সড়কের পাশের পিলারে মটরসাইকেল নিয়ে আঘাত করে। তখন তারা মটরসাইকেল থেকে ছিটকে পড়ে আহত হয়। এ ঘটনায় বাইসাইকেল চালকও আহত হয়েছেন।
পাটকেলঘাটা থানার (ওসি) বিপ্লব কুমার নাথ জানান, সদর হাসপাতালে নেওয়ার পর একজনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। বাকিরা চিকিৎসাধীন রয়েছেন।