আশাশুনি প্রতিনিধি: আশাশুনিতে করোনা ভাইরাস প্রতিরোধে কঠোর বিধিনিষেধ বাস্তবায়ন ও পয়ঃ নিস্কাশন ব্যবস্থা অটুট রাখতে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলার বিভিন্ন বাজারে ও খালে এ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। জেলা ম্যাজিস্ট্রেটের নির্দেশে সহকারী কমিশনার (ভূমি) শাহীন সুলতানা মোবাইল কোর্ট পরিচালনাকালে বুধহাটা ইউনিয়নের বেউলায় নদীতে অবৈধ নেটপাটা দিয়ে পানি নিস্কাশনে প্রতিবন্ধকতা সৃষ্টির অপরাধে মৎস্য সংরক্ষণ আইন ১৯৫০ এর ৩(আ) ও ৫ (১) ধারায় মৃত সিরাজুল ইসলাম গাজীর পুত্র বাপ্পী গাজীকে ২০০০ টাকা জরিমানা ও নেটপাটা অপসারণ করা হয়। অপরদিকে, তেতুলিয়ায় কাশেম আলী মোড়লের পুত্র ব্যবসায়ী আবু তালেবকে সংক্রমণ প্রতিরোধ ও নিয়ন্ত্রণ আইন- ২০১৮ এর ২৪ ধারায় ৪০০০ টাকা জরিমানা করা হয়। এসময় বাংলাদেশ সেনাবাহিনীর কর্মকর্তা ও সদস্যবৃন্দ তার সাথে ছিলেন।