বিশেষ প্রতিনিধি ॥ আশাশুনিতে মোটরসাইকেলের ধাক্কায় ইঞ্জিন ভ্যানের চালক ও দুইজন যাত্রী সর্বমোট তিনজন আহত হয়েছে। সোমবার দুপুর ১.৩০ টার দিকে উপজেলার আশাশুনি-সাতক্ষীরা সড়কের চিলেডাঙ্গা মোড়ে এ ঘটনাটি ঘটে। উপজেলা ফায়ার সার্ভিস কর্মকর্তা আবুল কালাম মোড়ল জানান, মহেশ্বরকাটি থেকে একটি ইঞ্জিনভ্যান যাত্রী নিয়ে পাইথালির দিকে যাচ্ছিলেন। ইঞ্জিন ভ্যানটি চিলেডাঙ্গা মোড়ে মেইন সড়ক থেকে ডাইনে মোড় নেওয়ার সময় সাতক্ষীরা থেকে দ্রুতগামী একটি মোটরসাইকেল (সাতক্ষীরা হ: ১৪-৬২৭৯) এসে ভ্যানের পিছনে ধাক্কা দেয়। এসময় ভ্যানচালক আশাশুনি সদরের আবু সাঈদ এর ছেলে মোঃ আব্দুল্লাহ (১৮), যাত্রী পাইথালী গ্রামের মৃত ছাব্বুর গাজীর ছেলে মফিজুর রহমান ও একই গ্রামের মোঃ রুহুল আমিন সরদারের ছেলে সাদ্দাম সরদার (৩০) আহত হয়। এছাড়াও মোটরসাইকেলটি ভেঙে ও দুমড়ে মুচড়ে ক্ষতিগ্রস্থ হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌছে আহতদের উদ্ধার করে আশাশুনি স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। এঘটনায় ইঞ্জিন ভ্যান চালকের বাম পা ভেঙ্গে গেছে বলে ফায়ার সার্ভিস কর্মকর্তা জানান।