বিশেষ প্রতিনিধি:-
সাতক্ষীরা জেলা গোয়েন্দা পুলিশের অভিযানে ৫০ বোতল ফেন্সিডিলসহ এক ব্যক্তিকে আটক করা হয়েছে। আটক ব্যক্তির নাম মোঃ আল আমিন (২২)। সে দেবহাটার ধোপাডাঙ্গা দক্ষিণপাড়ার মোঃ আলম বারী গাজীর ছেলে।
শুক্রবার রাত ১১টার সময় সাতক্ষীরা সদর থানার আলিপুর এলাকার বাকাল-এল্লারচরগামী পাকা রাস্তার উপর জনৈক দেবদাসের মুদির দোকানের সামনে থেকে তাকে আটক করা হয়।
সাতক্ষীরা জেলা গোয়েন্দা পুলিশ অফিস জানায়, সুপার জনাব মুহাম্মদ মতিউর রহমান সিদ্দিকীর দিক নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) মোঃ সজীব খান (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) এর সার্বিক তত্ত্বাবধানে এবং ডিবির অফিসার ইনচার্জ তারেক ফয়সাল ইবনে আজিজ এর নেতৃত্বে এসআই দেব কুমার দাস, এএসআই বিএম তৌহিদুজ্জামান সঙ্গীয় ফোর্সের সহায়তায় উক্ত আসামীকে ফেন্সিডিলসহ আটক করা হয়।
এব্যাপারে সাতক্ষীরা থানার মামলা হয়েছে। মামলা নং-৩৮, তারিখ- ২৭/০১/২০২৪ ইং, ধারা- মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ সালের ৩৬(১) টেবিলের ১৪(খ)।