আশাশুনি প্রতিনিধি: আশাশুনিতে থানা পুলিশের বিশেষ অভিযানে ১ কেজি ৭০০ গ্রাম গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে হাতেনাতে আটক করা হয়েছে। বুধবার দিবাগত রাতে আশাশুনি থানার অফিসার ইনচার্জ মোহাম্মাদ গোলাম কবির এর নেতৃত্বে এসআই জাহাঙ্গীর সেলিম, এসআই জাহিদুজ্জামান, এসআই মিঠুন মন্ডলসহ সঙ্গীয় ফোর্সের সহায়তায় উপজেলার দক্ষিণ বড়দল গ্রামের খোকন মন্ডল এর ছেলে কেনা মন্ডল (২৫) কে গোপন সংবাদের ভিত্তিতে বড়দল ইউনিয়নের বাইনতলা হাই স্কুলের সামনের ইটের সোলিং রাস্তার পাশে সুফলের ঘেরের পাড় থেকে ১ কেজি ৭০০ গ্রাম গাঁজা সহ হাতেনাতে আটক করেন। পরে এ সংক্রান্ত আশাশুনি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে ১৪(৮)২০২১ মামলা রুজু করে আসামীকে বিচারার্থে বৃহস্পতিবার দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে।