আশাশুনি প্রতিনিধি: আশাশুনিতে জাতীয় জরুরী সেবা ৩৩৩ নম্বরে কল করা তালিকাভূক্ত কর্মহীন মানুষদের জরুরী খাদ্য সহায়তা প্রদান কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ চত্বরে উপজেলার বিভিন্ন ইউনিয়নের কর্মহীন হয়ে পড়ে ৩৩৩ নম্বরে কল করা ৪ পরিবারের মাঝে জরুরী খাদ্য সহায়তা বিতরণ এর মধ্য দিয়ে উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি এবিএম মোস্তাকিম এ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন। এসময় তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী করোনার প্রভাবে কর্মহীন মানুষের ঘরে ঘরে খাবার পৌঁছে দেয়ার জন্য আশাশুনি উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসন সব সময় কাজ করে যাচ্ছে। ইতিমধ্যে ৩৩৩ নম্বরে যারা জরুরী খাদ্য সহায়তা পাওয়ার জন্য ফোন করেছেন তাদের তথ্য যাচাই-বাছাই করে আজ থেকে আমরা তাদের কাছে খাবার পৌছে দেওয়ার কাজ শুরু করলাম। এসময় উপজেলার কোন পরিবার খাদ্য কষ্টে থাকলে মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী খাদ্য সহায়তার জন্য তাদেরকে ৩৩৩ নম্বরে ফোন করার আহবান জানান। জরুরী খাদ্য সহায়তা প্রদান কার্যক্রমের উদ্বোধনকালে উপজেলা নির্বাহী অফিসার নাজমুল হুসেইন খাঁন, সহকারী কমিশনার (ভূমি) শাহীন সুলতানা, আরডিও বিশ্বজিৎ ঘোষ, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল হান্নান, জেলা আওয়ামীলীগের কোষাধাক্ষ্য রাজ্যেশ্বর দাশ, সাবেক চেয়ারম্যান স ম সেলিম রেজা সেলিম, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আব্দুস সামাদ বাচ্চু প্রমুখ উপস্থিত ছিলেন।